নক্ষত্র ও গ্রহের পার্থক্য
Difference between Star and Planet:
নক্ষত্র কাকে বলে –
মহাকাশে অবস্থিত যে সকল বৃহৎ জ্যোতিষ্কের নিজস্ব আলো ও তাপ রয়েছে এবং যাদের কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ও উপগ্রহ-সহ মহাজাগতিক বস্তুসমূহ নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে, তাদের নক্ষত্র বলে।গ্রহ কাকে বলে –
মহাকাশে ভাসমান নক্ষত্র থেকে সৃষ্ট, যে সকল জ্যোতিষ্কের নিজস্ব কোন আলো ও তাপ নেই, এরা উৎস নক্ষত্রের আলোয় আলোকিত হয় ও সেই উৎস নক্ষত্রকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে, তাকে গ্রহ বলে।নক্ষত্র ও গ্রহের পার্থক্য:
নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্যগুলি হল –নক্ষত্র: মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ বা নীহারিকা থেকে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের সৃষ্টি হয়।
নক্ষত্র: নক্ষত্রদের নিজস্ব আলো ও তাপ রয়েছে। নক্ষত্রগুলি নিউক্লিয় বিভাজনের মাধ্যমে আলো ও তাপের উৎপত্তি ঘটায়।
নক্ষত্র: নক্ষত্ররা আকাশে মিটমিট করে জ্বলে।
নক্ষত্র: নক্ষত্র গুলি হয় বৃহৎ আকারের জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড।
নক্ষত্র: নক্ষত্রগুলি আপাততভাবে স্থির থাকে। ফলে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব সব সময় একই থাকে।
নক্ষত্র: নক্ষত্রগুলি তুলনামূলক ক্ষেত্রমানে অনেক বড় হয়।
নক্ষত্র: উৎপত্তি অনুসারে নক্ষত্রগুলি গ্রহদের তুলনায় বয়সে প্রাচীন।
নক্ষত্র: নক্ষত্রের নিজস্ব কক্ষপথের পরিধি অতি বিশাল হয়ে থাকে।