মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set-1

মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set-1 Madhyamik Geography Multiple Choice Questions (MCQ), Set - 10, মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 10, Geography, Madhyamik, class 10, ভূগোল, মাধ্যমিক ভূগোল, মাধ্যমিক ভূগোল মক টেস্ট, Madhyamik Geography MCQ Mock Test, madhyamik-geography-mcq-mock-test, MCQ, MCQ Question answer, Geopedia Info, wbbse Geography, https://www.geopediainfo.com/search/label/X https://www.geopediainfo.com/search/label/X-Mock%20Test https://www.geopediainfo.com/search/label/X-MCQ?&max-results=7
Madhyamik Geography MCQ 
1. নিক বিন্দুতে সৃষ্টি হয় –    
A. অশ্বখুরাকৃতি হ্রদ    B. প্লাবনভূমি
C. পলল শঙ্কু              D. জলপ্রপাত
 
2. সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহ কে বলে –    
A. হিমশৈল           B. হিমপ্রাচীর
C. হিমস্তূপ            D. ফার্ন
 
3. ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত –    
A. নাগপুর         B. যোধপুর
C. দেরাদুন        D. কানপুর
 
4. গৌড় গঠিত হয় বায়ুর কোন কাজের ফলে –    
A. অবনমন         B. ঘর্ষণ
C. অবঘর্ষ           D. সঞ্চয়
 
5. তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হল –    
A. কাগজ শিল্পে      B. লৌহ ইস্পাত শিল্প
C. চা শিল্প             D. পারমানবিক শিল্প
 
6. সূর্য থেকে পৃথিবীর দিকে আসা রশ্মির যে অংশ পুনরায় ফেরত যায় তাকে বলে –    
A. বিকিরণ            B. ইনসোলেশন
C. অ্যালবেডো        D. পরিচলন
 
7. যে উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে –    
A. ঘনীভবন     B. অধঃক্ষেপণ
C. শিশিরাঙ্ক      D. হিমাঙ্ক
 
8. পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল –   
A. আর্যভট্ট            B. IRS-4
C. স্পুটনিক          D. কলম্বিয়া
 
9. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ –    
A. উষ্ণতার পার্থক্য         B. লবণতার পার্থক্য
C. নিয়ত বায়ুপ্রবাহ         D. মহাদেশের আকৃতি
 
10. চাঁদ একবার পৃথিবীকে পরিক্রমন করে –    
A. প্রায় 27   দিন
B. প্রায় 28    দিন
C. 29 দিন
D. 30 দিন
 
11. প্লাস্টিক, পলিথিন, কাচ, থার্মোকল প্রভৃতিকে বলে –    
A. তেজস্ক্রিয় বর্জ্য          B. গ্যাসীয় বর্জ্য
C. জৈব বিশ্লেষ্য বর্জ্য      D. জৈব অবিশ্লেষ্য বর্জ্য
 
12. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল –    
A. কৃষ্ণা          B. কাবেরী
C. নর্মদা         D. লুনি
 
13. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল –    
A. ডগার্স ব্যাঙ্ক         B. গ্র্যান্ড ব্যাংক
C. সেবল ব্যাংক        D. রকফল ব্যাংক
 
14. গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত সমভূমিকে বলে –    
A. ভাবর           B. ভাঙ্গার
C. খাদার           D. বেট
 
15. গ্রীষ্মের সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গে যে ধরনের ঝড় - বৃষ্টি হয়, তার নাম –   
A. আঁধি                 B. আম্র বৃষ্টি
C. কালবৈশাখী        D. লু
 
16. শ্বাসমূল ঠেসমূল দেখা যায় যে উদ্ভিদে –   
A. চিরহরিৎ        B. পর্ণমােচী
C. লবণাম্বু           D. সাভানা
 
17. ধান, পাট, তুলাে হল –    
A.বাগিচা ফসল         B. তন্তু ফসল
C. রবি শস্য              D. খারিফ শস্য
 
18. ভারতের যে রাজ্যে জনবসতির ঘনত্ব সর্বাধিক, সেটি হল –    
A. পশ্চিমবঙ্গ         B. কেরল
C. উত্তরপ্রদেশ        D. বিহার
 
19. সােনালী চতুর্ভুজ প্রকল্পটি যে ধরনের পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত –    
A. বিমানপথ      B. জলপথ
C. সড়কপথ       D. রেলপথ
 
20. ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম –    
A. INSAT            
B. ISRO
C. SURVEY OF INDIA
D.  LANDSAT

Theme images by chuwy. Powered by Blogger.
close